কানাডার প্রধান চারটি প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও, কুইবেক এবং আলবার্টায় করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়েছে যা জনমনে আতঙ্কের সৃষ্টি করছে।
প্রতিদিনই আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে।
ইতিমধ্যেই কয়েকটি প্রদেশে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কানাডার বৃহত্তম প্রদেশ অন্টারিওতে চলছে কঠোর বিধিনিষেধ।
এই কড়াকড়ি অনেকেই সহজভাবে মেনে নিতে পারছেন না।
এজন্য ক্ষমাও চেয়েছেন অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড।
ব্যক্তিগত কর্মকর্তা কোভিড পজিটিভ হওয়ায় মায়ের বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।
করোনা মারা যাওয়া মানুষের সংখ্যাটা উল্লেখ করতে গিয়ে পেছন দিকে ঘুরে চোখ মুছে নেন ডাগ ফোর্ড।
তিনি সাংবাদিকদের বলেন, আমি বুঝতে পারছি, আমাদের সিদ্ধান্ত ও পদক্ষেপ নাগরিকদের ক্ষুব্ধ করেছে, আহত করেছে।
আমি শুধু বলতে চাই, আমরা একটু বাড়াবাড়ি করে ফেলেছি, সেটা ভুল হয়েছে। আমরা ভুল করেছি। সেজন্য ক্ষমা চাই।’