ভারতে সেরামের পর এবার টিকার দাম কমাল বায়োটেক

ভারতে এবার দেশীয় টিকা কোভ্যাক্সিনের দাম কমাল ভারত বায়োটেক। আগে সংস্থাটির টিকার দাম ৬০০ রুপি রাখার ঘোষণা দিয়েছিল।
তবে এখন থেকে রাজ্যগুলোর কাছে ৪০০ রুপিতে বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ ভারত বায়োটেক জানিয়েছে, করোনার বর্তমান পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের সমস্যার কথা মাথায় রেখেই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গতকাল বুধবার করোনার দ্বিতীয় টিকা কোভিশিল্ডের দাম কমানোর ঘোষণা দিয়েছিল সেরাম ইনস্টিটিউট। রাজ্যগুলোকে টিকা বিক্রির মূল্য ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করেছে সেরাম।

সেরামের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তার আগে কোভিশিল্ডের দাম কেন্দ্র এবং রাজ্যগুলোর জন্য আলাদা আলাদা নির্ধারণ করার জন্য দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল সেরামকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.