মানসিক চাপে করোনা আক্রান্ত রোগীর আত্মহত্যা

মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন ভারতের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালক রিন্টু পাল।

শুক্রবার সকালে তিনি আত্মহত্যা করেন।

জানা গেছে রিন্টু বসবাস করতেন শিলিগুড়ির নকশালবাড়ি রাঙাপানি ব্লকে।
তার বয়স ছিল ৩১ বছর। বহুদিন ধরেই মেডিক্যাল কলেজের অ্যাম্বুল্যান্স চালান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি উপসর্গ থাকায় কোভিড টেস্ট করান রিন্টু। বৃহস্পতিবার সেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।
এলাকার একটি বেসরকারি হাসপাতালে গেলেও কোনও বেড পাননি।
সম্ভবত তাতেই ভেঙে পড়েন রিন্টু।

মৃতের বাবা রতন পাল জানান, বৃহস্পতিবার রাতে ফুলবাড়ি ব্যারেজের কাছে আত্মহত্যার চেষ্টা করে রিন্টু। কিন্তু কোনোক্রমে বেঁচে যায়। এরপর শুক্রবার সকালে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.