ভারতের বিহারে করোনার লক্ষণ নিয়েই বিয়ে : ৩ দিন পর বরের মৃত্যু

সম্প্রতি ভারতের বিহারে শরীরে করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ নিয়েই বিয়ে করেন অর্জুন নামের এক যুবক। বিয়ের তিনদিন পরই তার মৃত্যু হয়। এছাড়া ওই বিয়েতে যারা উপস্থিত ছিলেন এমন অনেকেই সংক্রমিত হয়েছেন।

জানা গেছে, গত ২৫ এপ্রিল ওই বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের তিনদিন পর করোনায় মারা যায় বর অর্জুন। বিয়ের কিছু দিন আগে থেকেই পরিবারের লোকজন মনে করছিলেন তার জ্বর এসেছে। তার মৃত্যুর পর ওই বিয়েতে অংশগ্রহণকারীদের টেস্ট করা হলে অনেকের করোনা শনাক্ত হয়।

প্রতিদিনই ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। গতকাল শুক্রবার হলো নতুন রেকর্ড। এদিন করোনায় মারা যায় ৩ হাজার ৫২২ জন। একই সময়ে(২৪ ঘণ্টায়) আগের সব রেকর্ড ভেঙে দেশটিতে করোনা রোগী শনাক্ত হয় সর্বোচ্চ ৪ লাখ ২ হাজার ১১০ জন, যা এর আগে আর হয়নি।

সূত্র : ডেইলি হ্যান্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.