দেশে প্রথমবারের মতো শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস

রোববার দেশে চলতি বছরে প্রথমবারের মতো ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়ে বলা হয়েছে, রাতেই দেশের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, চলতি বছরে কমবেশি অনেক কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে আগামীকালের (রোববার) কালবৈশাখী ঝড়ের তীব্রতা অনেক বেশি থাকবে। দুপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

তিনি কালবৈশাখী ঝড়ের তিনটি ধরনের কথা উল্লেখ করে বলেন, ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতি হলে দমকা হাওয়া, ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতি হলে ঝড়ো হাওয়া এবং ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি হলে কালবৈশাখী ঝড় বলা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.