করোনাভাইরাস সংক্রমণের নতুন চূড়ায় বিশ্ব

গত মার্চ থেকেই করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছিল, দুই মাসেই তা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

এর আগে জানুয়ারিতে বিশ্বে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি; গেল দুই সপ্তাহ ধরে জানুয়ারির সর্বোচ্চ অবস্থানকেও টপকে গিয়ে সেই সংখ্যা নতুন চূড়ায় পৌঁছেছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক করোনা শনাক্ত রোগীর সংখ্যা থাকছে আট লাখের ঘরে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন চূড়ায় পৌঁছাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ভারতের রেকর্ড ছাড়ানো সংক্রমণের হার।

গত মার্চ থেকে দেশটিতে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ১ এপ্রিল থেকে সংক্রমণের হার পাঁচগুণ বেড়ে সপ্তাহে দৈনিক আক্রান্তের গড় বৃহস্পতিবার তিন লাখ ৫৭ হাজার ছাড়িয়ে যায়।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে তছনছ হয়ে গেছে পুরো ভারত। বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের ৪০ শতাংশের বেশি এখন ভারতের। গড়ে প্রতিদিন তিন হাজার মানুষের মৃত্যু ঘটছে সেখানে।

অবশ্য, বাস্তব সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি বলে বিশ্লেষকদের ধারণা।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১২ হাজার ৫৫১ জন এবং নতুন করে ৭ লাখ ৮৯ হাজার ১৬৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

সারাবিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ৫ হাজার ৭৮৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৭৫৪ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৭ লাখ ২৫ হাজার ৫৫০ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.