কানাডায় করোনাভাইরাসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাজার হাজার লোকের প্রতিবাদী সমাবেশ হয়েছে।
গত শনিবার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ল শহরে এই বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় অলিম্পিক স্টেডিয়ামে সমবেত এ সমাবেশে মাস্ক, কারফিউ এবং হেলথ পাসপোর্টের বিরুদ্ধে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। তখন সমাবেশ থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করে।
সমাবেশে কত সংখ্যক লোক অংশ নিয়েছে, সে সম্পর্কে পুলিশ কিছু না বললেও দেশটির সংবাদমাধ্যম বলছে এ সংখ্যা প্রায় ৩০ হাজার।
বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না।
সামাজিক দূরত্ব মানারও কোন লক্ষণ ছিল না।
তারা করোনা প্রতিরোধে সরকারের দেয়া নিষেধাজ্ঞাকে অন্যায্য বলে দাবি করে।