আজও কালবৈশাখী ঝড় হতে পারে

রবিবার রাতের বৃষ্টিতে কমে এসেছে রাজধানীর তাপপ্রবাহ।
আজ সোমবার বিকালের পর হতে যেকোনও সময় হতে পারে ঝড়-বৃষ্টি।
ঢাকাসহ আশেপাশের এলাকা এবং রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
এতে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত দুইদিন ঢাকাসহ আশেপাশের এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে ।
আজকেও সন্ধ্যার পরও যেকোনও সময় কালবৈশাখী হানা দিতে পারে ঢাকাসহ বিভিন্ন এলাকায়।
চলতি সপ্তাহ জুড়েই অনেক এলাকায় থেমে থেমে ঝড় বৃষ্টি হবে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে ৪৯ মিলিমিটার।
এছাড়া ঢাকায় ৯, নেত্রকোনা ও ফরিদপুরে ১৩, নিকলিতে ৩, চট্টগ্রামে ৮, রাঙামাটিতে ১৬, মাদারিপুরে, দিনাজপুরে, কুমিল্লা ও ফেনীতে ১, রংপুরে, মাইজদিকোটে ও সিলেটে ৭, শ্রীমঙ্গলে ৩০, সৈয়দপুরে ১৮, রাজারহাটে ৩৯ এবং চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.