‘গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত জরুরি হয়ে পড়েছে’

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে রোববার (২ মে) এক বিবৃতিতে বাংলাদেশ এবং বিশ্ব গণমাধ্যম কর্মীদের প্রতি অভিনন্দন জানিয়েছেন।

তিনি গণমাধ্যম কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান।

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে দেয়া বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, গেল এক বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ একধাপ পিছিয়েছে, যা হতাশা ব্যাঞ্জক।

রিপোর্টার্স উইদাউট বর্ডার ১৮০টি দেশের ওপর বিভিন্ন সূচক বিশ্লেষণ করে যে রিপোর্ট প্রকাশ করে তাতে বাংলাদেশের অবস্থান ১৫১ থেকে ১৫২ হয়েছে।
তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.