‘৩ দেশের করোনার ধরনে কার্যকর কোভ্যাক্সিন’

ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ব্রাজিলের করোনার প্রজাতির বিরুদ্ধে কার্যকর বলে গবেষেণায় দাবি করা হয়েছে।
শুধু ব্রাজিল নয়, ভারত ও ব্রিটেনের প্রজাতির বিরুদ্ধেও নাকি সমান কার্যকর এই টিকা।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির যৌথ গবেষণায় এই তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
তারা এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশ করেছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

গবেষণায় দেখা গেছে, সার্স-কোভ-২-এর ব্রাজিলের প্রজাতি বি.১.১২৮.২, ব্রিটেনের প্রজাতি বি.১.১.৭ ও ভারতের প্রজাতি বি.১.৬১৭-এর বিরুদ্ধে সমান কার্যকরী কোভ্যাক্সিন।

যুক্তরাষ্ট্রের জন্য কোভ্যাক্সিন উৎপাদন করছে ‘অকুজেন’ নামের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা।
সেই সংস্থার উপদেষ্টা পর্ষদের প্রধান সতীশ চন্দ্রণ বলেন, ‘আমরা গবেষণার ফল দেখে খুবই সন্তুষ্ট।
কারণ এই গবেষণায় দেখা গেছে করোনার একাধিক প্রজাতির বিরুদ্ধে কোভ্যাক্সিন কার্যকর।
এই গবেষণা থেকে আমরা বিশ্বাস করতে পারি ভাইরাসের চরিত্র বদলের সম্ভাবনা বন্ধ করে দিতে পারে এই টিকা।’

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.