সাংবাদিক দম্পতি সাগর-রুনির নির্মম হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া তিন বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি। কখনো র্যাব, কখনো অপরাধ তদন্ত বিভাগ, আবার কখনো বা পুলিশের বিশেষ শাখার টেবিলগুলোতে ময়নাতদন্ত রিপোর্ট ও বিভিন্ন আলামত আজও অবহেলা অনাদরে ঘুরপাক খাচ্ছে। তিন বছর ধরে এ হত্যাকাণ্ডের বিচারের বাণী নিভৃতে কাঁদছে। প্যারিসে কর্মরত বিভিন্ন বাংলা সংবাদমাধ্যমের সংবাদকর্মীদের আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
১১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে মানবাধিকার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীরা। ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের তিন বছর! কবে পাব বিচার? লিখিত ব্যানার নিয়ে মানববন্ধন করেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি সাংবাদিকেরা। মানববন্ধনে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম, অনলাইন সংবাদমাধ্যম ইউরো-বিডি নিউজের সম্পাদক ইমরান মাহমুদ, এনটিভির ফ্রান্স প্রতিনিধি আবু তাহির, জিটিভির ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন, এশিয়ান টিভির ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জি, মিলেনিয়াম টিভির ফ্রান্স প্রতিনিধি খন্দকার আবেদ, ফ্রিল্যান্স সাংবাদিক রনি পাটওয়ারী, অনলাইন অ্যাকটিভিস্ট সুমন আজাদ প্রমুখ ।
মানববন্ধনে এ হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়৷ বক্তারা সাগর-রুিনর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার আহ্বানও জানান। এ ছাড়া মানববন্ধনের প্রতি ঐকমত্য প্রকাশ করে বিবৃতি দেন ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফারুক নওয়াজ খান।