মুনাফা বেড়েছে বিমানসংস্থা এয়ার অ্যারাবিয়ার

করোনার প্রভাব সত্ত্বেও চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফার দেখা পেয়েছে আরব আমিরাতের শারজাহভিত্তিক বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলের সবচেয়ে স্বল্প খরচের সংস্থাটির মুনাফা ৩ কোটি ৪০ লাখ আমিরাতি দিরহামে (৯৩ লাখ ডলার) পৌঁছেছে।
এয়ার অ্যারাবিয়ার এ মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৫২ শতাংশ কম।
সে সময় সংস্থাটির মুনাফার পরিমাণ ছিল ৭ কোটি ১০ লাখ আমিরাতি দিরহাম (১ কোটি ৯৩ লাখ ডলার)।
প্রথম প্রান্তিকের মুনাফা গত বছরের শেষ প্রান্তিকের সঙ্গে তুলনা করলে তা ৭০ শতাংশ বেশি বলে জানায় সংস্থাটি।
গত বছরের শেষ প্রান্তিকে এয়ার অ্যারাবিয়ার মুনাফার পরিমাণ ছিল ২ কোটি আমিরাতি দিরহাম (৫৪ লাখ ডলার)।

এয়ার অ্যারাবিয়ার চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল থানি বলেন, করোনা মহামারীতে বিশ্বব্যাপী উড়োজাহাজ পরিবহন খাতে মন্দা সত্ত্বেও আমরা আরেকটি মুনাফা অর্জনকারী প্রান্তিক অতিবাহিত করতে পেরেছি।
এটা আমাদের জন্য গর্বের। বছরের প্রথম দিকে ভ্রমণের ওপর অনেকটা নিষেধাজ্ঞা থাকার পরও এ মুনাফা আমাদের পরিচালনা দলের দক্ষতার পরিচয় দেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.