ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

পবিত্র রমজান মাসে ইসরাইলি বাহিনীর নির্মম নির্যাতনের কড়াল থাবা এসে পড়েছে নিরপরাধ ফিলিস্তিনি জনগণের ওপর।
নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা ও সেখানে ধ্বংসযজ্ঞ চালানো ইসরাইলিদের প্রতি বিশ্বজুড়ে নিন্দা চলছে।
বিশ্বজুড়ে তারকারা ফিলিস্তিনের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন।

এদের মধ্যে একজন জনপ্রিয় বলিউড তারকা স্বরা ভাস্কর ইসরাইলের বর্বোরোচিত হামলায় সামাজিক যোগাযোগ সরব হয়েছেন তিনি।

ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যা দিয়ে এক টুইটারবার্তায় স্বরা লেখেন, ‘ইসরাইল একটি জাতিবিদ্বেষী রাষ্ট্র।
ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। ইসরাইলের জন্যে এইটাই অনেক বলা।’
পোস্টের সঙ্গে আল আকসা এবং ফ্রি প্যালেস্টাইন হ্যাশট্যাগ জুড়ে দেন স্বরা।

স্বরা আরও বলেন, শুধুমাত্র ধর্মীয় কারণেই নয়, সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় এসব হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
তাই সবারই এর বিরুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত।
নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত।

আরও একটি পোস্টে তিনি লেখেন, ফিলিস্তিনিদের ওপর যে নির্যাতন চলছে জন্য সুবিচার চাওয়ার সঙ্গে ইসলামের কোনো যোগ নেই।
অন্তত শুধুমাত্র সেটা ধর্মীয় কারণ হতে পারে না।
প্রথম এবং সবার আগে সেটার সঙ্গে সাম্রজ্যবাদবিরোধী, উপনিবেশিকতাবাদবিরোধী এবং বর্ণবিরোধী কারণ যুক্ত রয়েছে।
সেই কারণে এটা নিয়ে আমাদের সবার এই মাথাব্যাথা থাকা উচিত, অমুসলিমদেরও ফিলিস্তিনিদের পাশে থাকা উচিত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.