আজ ঢাকা তো, আগামীকাল কলকাতা, এরপরের দিন লন্ডন। ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়ার সময় এখন এভাবেই কাটছে। এইতো গত কয়েকদিন আগে লন্ডন থেকে উড়াল দিয়ে এসেছিলেন ঢাকায়। কোনো ধরনের বিশ্রাম ছাড়াই সোজা গিয়ে বান্দরবানে যোগ দিয়েছিলেন জাকির হোসেন রাজুর পরিচালনায় প্রেমি ও প্রেমি ছবির শুটিংয়ে।
কিন্তু সেটি ফারিয়ার জন্যে মঙ্গলজনক হলো না। শুটিংয়ের এক পর্যায়ে হঠাৎ করেই রক্তচাপ কমে যাওয়ায় শুটিং স্পটেই অসুস্থ পড়েন। এরপর ফারিয়াকে সেখানকার স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তারপর ফের শুটিং শুরু করেন ফারিয়া। কিন্তু তার ভাগ্য সহায় নয়। পুনরায় শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। যার কারণে গত শুক্রবার রাতে ফারিয়াসহ ছবির পুরো ইউনিট শুটিং স্থগিত করে ঢাকায় চলে আসেন।
এ বিষয়ে নুসরাত ফারিয়ার সঙ্গে ১২ জুন দুপুরে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার শরীরিক অবস্থা মোটেই ভাল নয়। চিকিৎসক সাতদিনের বেড রেস্ট দিয়েছেন। আর গত কয়েকমাস ধরে তো আমার উপর দিয়ে এক প্রকারের ধকল গিয়েছে। সিনেমার শুটিং নিয়ে এতো দৌড়াদৌড়ি উপরে ছিলাম। যার কারণে সেসময় ঠিকমত বিশ্রাম নিতে পারি নি। এ কারণেই শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছে। আশাকরি বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবে। এরপর পুনরায় চিকিৎসকের পরামর্শে আবার শুটিংয়ে ফিরব।