‘ইসরায়েলের জন্য স্থল অভিযান বিপর্যয় নিয়ে আসবে’

ইসরায়েলি বাহিনীর জন্য গাজায় স্থল অভিযান বিপর্যয় নিয়ে আসবে বলে জানিয়েছে হামাস।

সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরুরি বলেন, এতে যুদ্ধের ভারসাম্য পরিবর্তন হয়ে যাবে।

সালেহ আল-আরুরি হামাস পরিচালিত আল-আকসা টেলিভিশনকে বলেন, ইসরায়েলি বাহিনীকে অবাক করে দেওয়ার সক্ষমতা প্রতিরোধ বাহিনীর আছে।

এছাড়া আগে যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে, তার চেয়েও শক্তিশালী অস্ত্র আমাদের হাতে আছে। যুদ্ধের ভারসাম্য পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত এটি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না।

হামাস ক্ষেপণাস্ত্র হামলার চেয়েও বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, অধিকৃত পশ্চিমতীর, গাজা উপত্যকা, গ্রিন লাইন এলাকা বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ।

সালেহ আল-আরুরি বলেন, যে কোনো স্থল অভিযান সফলভাবে ব্যর্থ করে দেওয়ার প্রস্তুতি হামাসের প্রতিরোধ আন্দোলনের রয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.