ডিআর কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের সাফল্য

ডিআর কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা  সাফল্য পেয়েছে। আইএসপিআর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কোডেকো মিলিশিয়া বাহিনীর লুটপাট এবং অগ্নিসংযোগের তথ্য পেয়ে ব্যানআরডিবি-৪ এর শান্তিরক্ষী টহল দল সাঁজোয়া যানসহ দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হলে মিলিশিয়া বাহিনী টহলদলের উপর প্রবল গুলিবর্ষণ শুরু করে।

এর জবাবে ব্যানআরডিবি-৪ এর টহলদল অত্যন্ত সাহসিকতার সাথে মিলিশিয়া বাহিনীর ওপর পাল্টা আক্রমণ করে। বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে মিলিশিয়া বাহিনী গ্রাম ত্যাগে বাধ্য হয়।

এ সময় শান্তিরক্ষী বাহিনী স্থানীয় একজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে মাইনর সার্জারী শেষে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে মিলিশিয়া বাহিনীর গুলিতে নিহত স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

এ অভিযানে বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষীদের কোনো ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.