এভিয়েশন নিউজ: আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। ঢাকা ট্রাভেল মার্ট-২০১৪ নামে এই মেলা অনুষ্ঠিত হবে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে। বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বিকালে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন। এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দেশের শীর্ষস্থানীয় ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর একাদশ বারের মত এ মেলার আয়োজন করছে। ঢাকা ট্রাভেল মার্ট-২০১৪ আয়োজন উপলক্ষ্যে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান ও দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, “দেশের ভ্রমণ, পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে তারা গত দশ বছর যাবৎ নিয়মিতভাবে এ মেলার আয়োজন করে আসছেন। সময়ের সাথে সাথে এ মেলার প্রতি জনগণের আগ্রহ ক্রমান্বয়েই বেড়ে চলেছে এবং এর ফলে মেলায় অংশগ্রহণকারী সংস্থাসমূহ আর্থিক ভাবে লাভবান হচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ টু্যূরিজম বোর্ডের পরিচালক প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিপণন মহাব্যবস্থাপক আব্দুলাহ হাসান এবং ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের ব্র্যান্ড ও কমিউনিকেশন প্রধান জিয়াউল করিম। দেশের বেসরকারী ব্যাংক ইস্টার্ণ ব্যাংক লিমিটেড এ মেলার টাইটেল স্পন্সর এবং জাতীয় বিমান সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ারলাইন্স পার্টনার হিসাবে থাকবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ মেলার সহযোগী প্রতিষ্ঠান হিসাবে যোগ দিয়েছে।
স্বাগতিক বাংলাদেশসহ ৭টি দেশ মালয়েশিয়া, থাইল্যান্ড, তুরস্ক, নেপাল, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের ৫০টি সংস্থা মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ। অংশগ্রহণকারী সংস্থাগুলো মেলা চলাকালীন দর্শণার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবাসমূহ উপস্থাপন করবে। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।
প্রবেশ মুল্য হবে জনপ্রতি ২০ টাকা। প্রবেশ ক‚পনের উপর র্যাফল ড্র’র ব্যবস্থা থাকবে- যা মেলার শেষদিন ১৯ এপ্রিল সাড়ে ৭টায়. উপস্থিত সকলের সামনে অনুষ্ঠিত হবে। র্যাফল ড্র পুরস্কারের মধ্যে রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের বিমান টিকেট ও ট্যুর প্যাকেজ, তারকা বিশিষ্ট হোটেলে প্রাতঃরাশসহ রাত্রীযাপন, লাঞ্চ ও ডিনার কুপন ইত্যাদি।