চীনের রোবটযানের তোলা মঙ্গলের ছবি প্রকাশ

মঙ্গলে অবতরণ করা চীনের রোবটযান রোভার জুরংয়ের প্রথম তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছে চীন। বেইজিংয়ের স্থানীয় সময় রোববার (১৬ মে) সকালের দিকে লালগ্রহে পা রাখে জুরং।

চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের (সিএনএসএ) ওয়েবসাইটে মানুষবিহীন রোভারটির পাঠানো ছবিগুলো প্রকাশিত হয়েছে। খবর বিবিসি ও ন্যাচারের।

এতে ল্যান্ডিং প্ল্যাটফর্মের ওপর বসে থাকা রোবটযানটির সামনের দিকের ক্যামেরাতে তোলা ছবিতে মঙ্গলপৃষ্ঠের দৃশ্য দেখা গেছে। আর পিছনের ক্যামেরায় তোলা ছবিতে দেখা গেছে জুরংয়ের সৌর প্যানেল।

যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় দেশ হিসেবে চীন মঙ্গলের বুকে অনুসন্ধানী যান অবতরণ করিয়েছে এবং উল্লেখযোগ্য সময় অভিযান পরিচালনা করতে পারবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলে পাঠানো চীনের এ রোভার লাল গ্রহটির মাটি, বায়ুমণ্ডল ও আবহাওয়া নিয়ে অনুসন্ধান চালাবে। জুরংকে মঙ্গলের মাটিতে নিয়ে এসেছে চীনের অরবিটার তিয়ানওয়েন-১; এটি ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছানো তিনটি অরবিটারের একটি।

চীনা বিজ্ঞানীদের প্রত্যাশা, মঙ্গলের হিসাবে অন্তত ৯০ দিন ইউটোপিয়া প্ল্যানিশায় তার কার্যক্রম চালাতে পারবে ছয় চাকার জুরং। গৃহটির উত্তর গোলার্ধে বিশাল অঞ্চল এই ইউটোপিয়া প্ল্যানিশিয়া।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গ্রহ বিষয়ক বিজ্ঞানী আলফ্রেড ম্যাকওয়েন বলেন, প্রথমবারে পাঠানো ছবিগুলোতে মঙ্গলের এমন একটি এলাকার ছবি দেখানো হয়েছে, যেখানে রোভারটি সহজেই অবতরণ করেছে। গ্রহটির বিশাল দৃশ্য দেখতে পেয়ে আমরা খুবই উত্তেজিত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.