কেমন যাচ্ছে শাবনূরের দিনকাল

বাংলা সিনেমার দুই দশকের রানি শাবনূর এখন অভিনয় থেকে দূরে। দেশেও নেই দীর্ঘ সময় ধরে। থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। ছেলেকে নিয়েই ভুবন গড়েছেন এককালের পর্দা কাঁপানো অভিনেত্রী।

শাবনূরকে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি দীর্ঘ সময়। ছেলেকে নিয়ে ব্যস্ত থাকলেও মাঝেমধ্যে তার দেখা মেলে ইনস্টাগ্রামে। ছেলেকে নিয়ে ঘোরাঘুরির ছবি দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিয়ের বছর দুয়েক পর ২০১৩ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান শাবনূর; সেখানে ভাইবোনসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে স্থায়ীভাবে থাকছেন তিনি।

মাঝেমধ্যে বাংলাদেশে আসেন শাবনূর। বছর তিনেক আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এর পর আর তাকে কোনো চলচ্চিত্রে দেখা যায়নি।

২০২০ সালের এপ্রিলে তার জীবনে সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটে যায়। অস্ট্রেলিয়া প্রবাসী স্বামী অনিক মাহমুদের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় শাবনূরের। সেই ধকল কাটাতে সময় লাগছে শাবনূরের।

একমাত্র ছেলে আইজান নেহানকে নিয়ে এখন সিডনিতে থাকেন তিনি। নেহান পড়াশোনা করে সিডনির একটি স্কুলে। শাবনূরের চাওয়া— একমাত্র ছেলে আদর্শবান মানুষ হবে।

সুযোগ পেলে ছেলেকে নিয়ে সিডনির দর্শনীয় স্থানগুলোতে ঢুঁ মারেন শাবনূর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.