ইউনাইটেড এয়ারওয়েজকে ৪০১ কোটি টাকা সংগ্রহের অনুমোদন

United Airwaysশেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজকে ৪০০ কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকার মূলধন সংগ্রহ করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৫৭৫তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড এয়ারওয়েজ ১০ টাকা অভিহিত মূল্যে ৪০ লাখ ৮ হাজার ৮০০ শেয়ার ইস্যুর মাধ্যমে এ মূলধন সংগ্রহ করবে। কোম্পানিটি প্রাইভেট প্লেমেন্টের মাধ্যমে বর্তমান শেয়ারহোল্ডারদের বাইরে সুইফট কার্গো পিটিই, ফনিক্স এয়ারক্রাফট লিজিং পিটিই এবং টিএসি এভিয়েশনের কাছে শেয়ার ইস্যু করবে। ইস্যুকৃত শেয়ারগুলোর ক্ষেত্রে সুইফট কার্গো পিটিইর শেয়ার ৩ বছর লক ইন থাকবে। এ ছাড়া ফনিক্স এয়ারক্রাফট লিজিং পিটিই ও টিএসি এভিয়েশনের ক্ষেত্রে ১ বছর লক ইন থাকবে।

শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত টাকা দিয়ে ইউনাইটেড এয়ারওয়েজ বিমান ক্রয় ও এ সংক্রান্ত দায় পরিশোধের কাজে ব্যবহার করবে।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড। কমিশন সভায় শাহজিবাজার পাওয়ারের শেয়ার ক্রয়-বিক্রয় নিয়ে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে প্রাইম ইসলামি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল কালাম ইয়াজদানীকে ৩০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে কমিশন ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস গাইডলাইন অনুমোদন করেছে। যা গেজেট আকারে শিগগিরই প্রকাশ করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.