বিমানের চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করছেন দুবাই প্রবাসীরা।বাংলাদেশ বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ এশিয়াস মোস্ট প্রমিজিং লিডারস এ্যাওয়ার্ড প্রাপ্তিতে দুবাই প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুবাইয়ের একটি অভিজাত রেষ্টুরেন্টে বৃহস্পতিবার (২৯ আগষ্ট) রাতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক সমিতির সদস্যরা তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুবাই কনস্যুলেটের কমার্সিয়াল কনস্যাল ড.মাহমুদুল হক বলেন, সরকারের বাস্তবমুখী পদক্ষেপের জন্য আমরা সফল হচ্ছি। এরই ধারাবাহিকতা আজকের এই অর্জন। টার্গেট নিয়ে কাজ করলে সফলতা আসবেই নিজের কৃর্তিত্বের মাধ্যমে এর প্রমাণ দিয়েছেন এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ। তিনি আরো বলেন, বিমান অগ্রযাত্রার পথে। যদি ইউএইয়ের সকল প্রবাসী বাংলাদেশি বিমানে যাতায়াত করে তবে বিশটা এয়ারক্রাফটেও তা সম্ভব হবে না।
সংবর্ধিত অতিথি এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ বলেন, বিমানের সার্ভিস দুবাই টু বাংলাদেশ আগের সাথে তুলনা করলে দেখবেন অনেক উন্নতি হয়েছে। সবার সহযোগিতা থাকলে বিমান আরো অধিক লাভের মুখ দেখবে। আশা করছি ওয়ার্ড ক্লাশ পুরস্কারও তিন বছরের মধ্যে চলে আসবে আমাদের। ২০০৯ সালে তিনি বিমানের দায়িত্ব নেওয়ার পর একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে। বর্তমানে পুরানো অবস্থা থেকে অনেক উন্নতি হয়েছে। দেশের উন্নয়নে অবশ্যই প্রবাসীরা বাংলাদেশ বিমানে ভ্রমণ করবেন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক শিবলী আল সাদিক বলেন, এই অর্জনে শুধু সাংবাদিক সমিতি নয় আরব আমিরাতের সাড়ে বারো লক্ষ প্রবাসীই গর্বিত। ভিসা প্রসঙ্গে তিনি বলেন, আগে বিমান থেকে আরব আমিরাতে ভ্রমণ ভিসা দেয়া হতো কিন্তু এখন এতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। এই সৃষ্ট সমস্যায় অনেক ব্যবসায়ী তাদের নিজস্ব কাজে যাতায়াত অসুবিধায় অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অন্যদিকে, ভ্রমণে ইচ্ছুক পর্যটকরাও এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আশা করি বিমান কর্তৃপক্ষ এসব সমস্যা সমাধানে এগিয়ে আসবেন।
নাসিম উদ্দিন আকাশ বলেন, আমরা বিমান থেকে সার্ভিস যেমন তেমন পেলেও সুন্দর ব্যবহার পাই না। বিমান সার্ভিসদাতাদের থেকে সুন্দর ব্যবহার আশা করছি।
এম মুছার পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য প্রদান করেন, বিমানের রিজিওনাল ম্যানেজার সৈয়দ হাসান হোসেন কাজীসহ মাহতার হোসেন নাসির, খান মোশারফ হোসেন, আলী আকবর হারুন, জহিরুল ইসলাম, মাহবুল হাসান হূদয় প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে প্রবাসী সাংবাদিকদের শুভেচ্ছা উপহার প্রদান করেন বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ।