হজযাত্রী নিবন্ধন : বিমান ভাড়া নিয়ে সরকার-হাব দ্বন্দ্ব

Habহজযাত্রীদের নিবন্ধনের সময় বিমান ভাড়া জমা দেয়া নিয়ে মুখোমুখি সরকার ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। নিবন্ধনের সময় মোয়াল্লেম ফির সঙ্গে বিমানের টিকিট বাবদ টাকা সরকারি কোষাগারে জমা না দিতে অটল হাব। এর জন্য প্রয়োজনে তারা হজ লাইসেন্স সারেন্ডার করার কথাও বলছে। অন্যদিকে বিমান কর্তৃপক্ষ বলছে, অগ্রিম টাকা ছাড়া টিকিট বুকিং দিতে পারবে না কোনো এজেন্সি।

বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন জানান, এজেন্সিগুলো হাজীদের কাছ থেকে বিমান টিকিট বাবদ অগ্রিম টাকা নিয়ে নেয়। কিন্তু সেই টাকা টিকিটের জন্য জমা না দিয়ে তারা গড়িমসি করে। যে কারণে গতবার ৬৩১ হজযাত্রী নিয়ে সরকারকে বেকায়দায় পড়তে হয়েছে। তিনি বলেন, টিকিটিংয়ে বিমান এখন অটোমেশন চালু করেছে। টাকা না দিলে বুকিং টিকিট ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। একই সঙ্গে কেউ যাতে ভুয়া বুুকিং দিতে না পারে সেজন্যও বিমান ব্যবস্থা নিয়েছে। এ ক্ষেত্রে বুকিংয়ের সময় এজেন্সিগুলোকে হজযাত্রীদের পাসপোর্ট নম্বর, ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে। এর সপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টও জমা দিতে হবে।

বিমানের মার্কেটিং বিভাগের একজন কর্মকর্তা জানান, এজেন্সিগুলো আরও ২-৩ মাস আগে হজযাত্রীদের কাছ থেকে হজের পুরো টাকা নিয়ে নিয়েছে। এ টাকা তারা ব্যাংকে ডিপোজিট রেখে লাভ নিচ্ছে। ডিপোজিট ভাঙার ভয়ে তারা এখন একাট্টা হয়েছে। বিমানের ওই কর্মকর্তা জানান, তাদের কাছে অভিযোগ আছে, সরকার নির্ধারিত বিমান ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছে এজেন্সিগুলো। কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া নেয়ার রেকর্ডও আছে হজ এজেন্সির বিরুদ্ধে। তিনি বলেন, একটি হজ এজেন্সির একাধিক লাইসেন্স আছে। এ কারণে কথায় কথায় তারা সরকারকে লাইসেন্স সারেন্ডারের ভয় দেখায়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গত বছর ৬৩১ হজযাত্রীকে ফেলে ২১টি এজেন্সি পালিয়েছিল। পরে সরকারি টাকায় ৩৯৮ জনকে হজে পাঠানো হয়েছিল। এ ধরনের প্রতারণা বন্ধ করতেই চলতি বছর সরকার এ ব্যবস্থা নিয়েছে। কাজেই হজযাত্রীদের সঙ্গে প্রতারণা হবে না তা এজেন্সিগুলোকে নিশ্চিত করতে হবে। ধর্ম মন্ত্রণালয় ও হাব নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০১৫ সাল থেকে হজকে পূর্ণাঙ্গরূপে ই-হজ সিস্টেমে রূপান্তর করার ঘোষণা দেয় সৌদি সরকার। সে কারণে জানুয়ারি থেকেই শুরু হয় হজ নিবন্ধনের কার্যক্রম। হাব সভাপতি ইব্রাহিম বাহার জানান, বিমান ভাড়ার বিষয়টি নিয়ে হাব ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসানের সঙ্গে কয়েক দফা বৈঠক করলেও কোনো সুফল মেলেনি। বাধ্য হয়ে আমরা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করি। সেখানে বলা হয়েছে, সরকার মুয়াল্লেম ফির সঙ্গে টিকিটের টাকা জমা দিতে বাধ্য করলে এ বছর হজের সব কার্যক্রম থেকে বিরত থেকে হজ লাইসেন্স সারেন্ডার করা হবে।

তিনি বলেন, মুয়াল্লেম ফির সঙ্গে বিমান ভাড়ার টাকা জমাদানের নিয়ম বাতিলের দাবি জানিয়ে ১৩ ডিসেম্বর হাবের পক্ষ থেকেও হজ প্যাকেজ ঘোষণা করা হয়। ওইদিন হাবের পক্ষ থেকে দাবি করা হয় মুয়াল্লেম ফির সঙ্গে বিমান ভাড়া সরকারি কোষাগারে জমাদানের এ নিয়মে পুরো হজ ব্যবস্থাপনাতেই বিরূপ প্রভাব পড়বে। হজে যেতে ইচ্ছুকদের অধিকাংশের পক্ষেই একসঙ্গে এত টাকা জমা দেয়া সম্ভব হবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রীসহ ধর্ম মন্ত্রণালয়েও আবেদন করে হাব। এর পরিপ্রেক্ষিতে ১৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে আমাদের দাবিটি উত্থাপিত হয় এবং নিবন্ধনের সময় মুয়াল্লেম ফির সঙ্গে বিমান ভাড়ার ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে বিমান ভাড়ার ২০ হাজার টাকা সরকারি কোষাগারে জমাদানের অনুমোদন দেয়া হয়। তবে এতেও হজ কার্যক্রমে জটিলতা দেখা দেবে।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনও আমি আনুষ্ঠানিকভাবে জানি না। তবে এ বিষয়ে সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে। হাবের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, হাবকে বলেছি এটি এখন পরিবর্তন করতে হলে তৃতীয়বারের মতো মন্ত্রিসভায় তুলতে হবে। কারণ, গত বছর ২১টি হজ এজেন্সি ৬৩১ জন হজযাত্রীকে ফেলে পালিয়েছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি খরচে ৩৯৮ জনকে হজে পাঠানো হয়। বিষয়টি উল্লেখ করে মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত দেন স্বয়ং প্রধানমন্ত্রী। কাজেই এতে পরিবর্তন করতে হলে আবারও মন্ত্রিসভায় তুলতে হবে। মন্ত্রীর এ বক্তব্যের পর হাব সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরকে বলেন, যারা হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করেছে তারা শাস্তি পেয়েছে। আমরা হাব থেকেও তাদের তিরস্কার করেছি। কয়েকটি হজ এজেন্সির জন্য সবাই তো অন্যায়ের শিকার হতে পারি না। প্রয়োজনে হজযাত্রীদের ভিসা প্রদানের সময় বিমান ভাড়ার টাকা সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.