ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষকে নিরাপদে ঘরে পৌঁছে দিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় বৃহস্পতিবার দিনব্যাপী রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন।
অভিযানে প্রায় ৪শতাধিক অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার এলেঙ্গায় রাস্তার পার্শে প্রায় ৪শতাধিক অবৈধ দোকানসহ বিভিন স্থাপনা বসিয়ে রাস্তা দখল করে রেখেছিল। এতে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হয়ে নানা ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ।
জন সাধারণের মৌখিক ও লিখিত অভিযোগের ভিত্তিতে এবং টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্দেশক্রমে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ ভূমি ও ইমারত (দখল পূনরুদ্ধার) অধ্যাদেশ আইনের ১৯৭০/৫ এর ২ ধারা মোতাবেক এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। পরবর্তিতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।