আগামী ১৫ বছরে দেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় তিনগুণ হবে।
২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের এভিয়েশন মার্কেট প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং বিগত ১০ বছরে যাত্রী এবং কার্গো পরিবহন প্রায় ১০ শতাংশ হারে বেড়েছে।
সিভিল এভিয়েশন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার বেবিচক ও বিএসএমআরএএইউ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
এ সমঝোতার মাধ্যমে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বেসামরিক বিমান পরিচালনা কার্যক্রমের জাতীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটির (বিএসএমআরএএইউ) নতুন প্রতিষ্ঠিত বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়, বিমান পরিচালনা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি এবং এ সংক্রান্ত মানবসম্পদ উন্নয়নের জন্য দুই সংস্থার মধ্যে প্রয়োজনীয় সহযোগিতার পথ সুগম হবে।