চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ১৮০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকালে বিমানবন্দরের কার্গো শাখা থেকে এসব সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, বৃহস্পতিবার দুবাই থেকে আসা ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব সিগারেট আনা হয়েছে। এ ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আরও খবর