অবৈধ অভিবাসীদের টিকা নিতে দূতাবাসের প্রমাণপত্র লাগবে মালয়েশিয়ায়

করোনাভাইরাসের টিকা নিতে মালয়েশিয়ায় বসবাসরত কাগজপত্র বিহীন অবৈধ অভিবাসীদের স্ব স্ব দূতাবাসের কাছ থেকে প্রমাণপত্র সংগ্রহ করতে হবে। অবৈধ অভিবাসীরা প্রমাণপত্র দিয়ে দেশটিতে টিকা নেওয়ার আওতায় আসতে পারবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা জাইনুদিন স্থানীয় সময় বৃহস্পতিবার (০৩ জুন) সেলাঙ্গর প্রদেশের পেনজারা বেরানাং স্যাটেলাইট প্রিজন এবং ইমিগ্রেশন ডিপো পরিদর্শনের পর স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লকডাউনের মধ্যে যেসব অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে, তাদের সবাইকে টিকা গ্রহণে সহায়তা করতেই এই অভিযান পরিচলনা করা হয়েছে। যাদেরকে আটক করা হয়েছে, তাদের কাছে পরিচয়পত্র না থাকলে টিকার আওতায় আনা সম্ভব হবে না।

এছাড়া বর্তমানে যে সব অবৈধ অভিবাসী বিভিন্ন নিয়োগকর্তার মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, তারা চাইলে তাদের নিয়োগকর্তার মাধ্যমে টিকা নিতে পারবেন।

এছাড়া দেশটিতে নথিবিহীন যে সব অবৈধ অভিবাসী রয়েছেন, যাদের অভিবাসন বিভাগে কোন প্রকার তথ্য নেই, স্ব স্ব দূতাবাস থেকে পরিচয়পত্র সংগ্রহের মাধ্যমে তারাও টিকার আওতায় আসতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.