জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা তার ভাইকে সঙ্গে নিয়ে নিজ কোম্পানি ব্লু অরিজিনের প্রথম বিমানে মহাশূন্যে যেতে চান।
বেজোস ইনস্টাগ্রাম পোস্টে বলেন, সারা জীবন আমি স্পেস ফ্লাইট নিয়ে কিছু করতে চেয়েছিলাম। আগামী ২০ জুন আমার ভাইকে সঙ্গে নিয়ে ভ্রমণ করবো। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। এটা আমাদের জন্য দুঃসাহসিক অভিযান।
বেজোসের ভাই মার্ক বলেন, এটা আমার জন্য ‘অসাধারণ সুযোগ’।
ব্লু অরিজিনের নতুন ওই যানের নাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাশূন্যে যাওয়া ব্যক্তি অ্যালন শেপার্ডের নামানুসারে এর নাম রাখা হয় ‘নিউ শেপার্ড’। এটি উলম্বভাবে ভূপৃষ্ঠে অবতরণ করতে পারে।
কোম্পানিটি তাদের যাত্রীদের নিয়ে ভূপৃষ্ঠ থেক ১০০ কিলোমিটার উপরে যেতে চায়। এতে যাত্রীরা মাইক্রোগ্রাভিটির অভিজ্ঞতা নিতে পারবে এবং প্যারাসুটের সাহায্যে পৃথিবীতে ফিরতে পারবে বলে ব্লু অরিজিনের ওয়েবসাইটে বলা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বেজোস ১৯৬৪ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান এ ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন।
বিশ্বজোড়া ফোর্বসের কোটিপতি মধ্যে অন্যতম তিনি। ১৮৬ বিলিয়ন মার্কিন ডলারের মালিক জেফের পরিবার।