নাভালনির সব সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা

রাশিয়ার কারাবন্দী বিরোধী নেতা নাভালনির সঙ্গে সংশ্লিষ্ট সব রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করেছেন মস্কোর একটি আদালত।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল বুধবার মস্কোর ওই আদালত এক আদেশে নাভালনির সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনকে ‘উগ্রবাদী’ আখ্যা দিয়ে সেগুলোকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির একটি আদালত।
স্থানীয় সময় বুধবার রাশিয়ার মস্কো সিটি কোর্ট এই রায় দেন।
রায়ে নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন (এফবিকে) এবং দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এর অন্যান্য অফিসগুলো বন্ধের আদেশ দেয়।
রাশিয়ার আইন অনুযায়ী ‘উগ্রপন্থি’ হওয়ার অর্থ যিনি ওই সংগঠনে কাজ করবে, অর্থায়ন করবে এমনকি সাধারণভাবে সমর্থন করবে তার বিরুদ্ধে মামলা অথবা তাকে দীর্ঘ সময়ের জন্য কারাবন্দিও করা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.