‘ক্ষমতায় থাকতে আমলাদের শক্তিশালী করার কৌশল নেয় সরকার’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেছেন, যে দেশে গণতন্ত্র নেই, রাজনৈতিক কোনো কর্মকাণ্ড নেই, সেই দেশে রাজনীতিবিদদের গুরুত্ব থাকার প্রশ্নই আসে না।

তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতেই সরকার দেশে আমলা নির্ভর রাজনীতির সূচনা করে রাজনীতিতে শূণ্যতার সূত্রপাত করছে।

মঙ্গলবার বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার ক্ষমতা দখলের জন্য কর্তৃত্বপরায়ন আচরণের মাধ্যমে সমস্ত রাজনীতিবিদদের ক্ষমতা কুক্ষিগত করেছে। বিরোধীদলকে অবমূল্যায়ন করতে করতে তারা নিজেরাই মূল্যহীন হয়ে যাচ্ছে।
তবে বিএনপির মূল্যায়ন ক্ষমতাসীনদের কাছে না থাকলেও সাধারণ জনগণের কাছে সব সময় থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.