ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে টুইটার

১ জুলাই সকাল থেকে বিশ্বজুড়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারের সেবায় সমস্যা দেখা দিয়েছে।
ট্যুইটারে যে কোনো বিষয়ে সার্চ করলেই,- সামথিং ওয়েন্ট রং বা কিপ লোডিং -এই বার্তা দেয়া হচ্ছিল যার অর্থ,- কিছু সমস্যা হচ্ছে সাইটটি খুলতে, আবার প্রচেষ্টা করুন।
আমাদের সংস্থা নিউজ এইট্টিন-এরও আজ সকালে ট্যুইট করতে নানা সমস্যা হচ্ছিল। কিন্তু ক্রমেই সমস্যা ঠিক হয়ে যায়।

আজ সকালে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, অন্তর্জাল দুনিয়ায় কারো কারো প্রোফাইল থেকে টুইট লোড করা যাচ্ছে না।
সংস্থা দ্রুত এই সমস্যার মোকাবিলা করতে চাইছে। সকলকে ধন্যবাদ।

অন্য একটি টুইটে এই সংস্থা জানিয়েছে, এখন প্রোফাইলগুলোতে বেশিরভাগ টুইটই দেখা যাচ্ছে।
যদিও ট্যুইটারের অন্যান্য ফিচারগুলো এখনই কাজ নাও করতে পারে।
আমরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বদ্ধপরিকর। ট্যুইটারের নিজস্ব টিম কাজ করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.