দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে গত এক মাসে ২৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বর্তমানে শতাধিক বাংলাদেশি নাগরিক করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন।
সর্বশেষ বৃহস্পতিবার এক দিনের ব্যবধানে ৪ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনা আক্রান্ত হয়ে এবং একজন ডাকাতের গুলিতে খুন হয়েছেন।
দেশটির হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জিল্লুর রহমান করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ দুই সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন। তাকে আজ জোহানেসবার্গে দাফন করা হয়েছে। অপরদিকে লিম্পুপু প্রদেশের মাসিনাতে সিলেট বিয়ানীবাজার উপজেলার শেরপুরের বাসিন্দা শিপন মাহামুদ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন।
নর্থওয়েস্ট প্রদেশের কালাসড্রপ এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে জসিম তালুকদার নামে অপর এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মধ্যপাড়া এলাকার বাসিন্দা।