শ্রাবন্তী এখন ঢাকায়

দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন bg-srabanti20160621135156ভারতীয় বাংলা ছবির অভিনেত্রী শ্রাবন্তী। মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।

জাজ মাল্টিমিডিয়ার আমন্ত্রণে শ্রাবন্তীর এই সফর। ঈদে মুক্তি প্রতীক্ষিত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র প্রচারে অংশ নিতে ঢাকায় এসেছেন জনপ্রিয় এই নায়িকা। দেশের শীর্ষ অভিনেতা শাকিবের সঙ্গে জুটি বেঁধে এটিই যৌথ প্রযোজনার প্রথম ছবি তার।

জানা গেছে, দু’দিনের ঢাকা সফরে সংবাদিকদের সাথে সাক্ষাত করবেন তিনি। ‘শিকারী’র প্রমোশনে অংশ নেবেন বিভিন্ন টিভি অনুষ্ঠানেও। ২৩ জুন সকালের ফ্ল্যাইটে কলকাতা ফিরে যাবেন শ্রাবন্তী চ্যাটার্জি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.