‘সাংবাদিকরা ক্ষমতাহীনদের ক্ষমতাবান করতে পারে’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, সমাজের অব্যক্তদের পক্ষে আমাদের কথা বলা দরকার।
সমাজ যেদিকে তাকায় না সেদিকে দৃষ্টি নিবদ্ধ করতে পারে একজন সাংবাদিক।
সাংবাদিকরা ক্ষমতাহীনদের ক্ষমতাবান করতে পারে। অব্যক্তদের পক্ষে কথা ব্যক্ত করতে পারে।

চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশটা যে এগিয়ে যাচ্ছে সে গল্পটাও মানুষকে আমাদের জানাতে হবে।
তাহলে মানুষ আরও স্বপ্ন দেখবে।
দেশও স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে।
মানবিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যাকে আন্তর্জাতিক গণমাধ্যম ‘মাদার অব হিউমিনিটি’আখ্যা দিয়েছেন, তিনি ২০১৪ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন।
অথচ এটার জন্য প্রাতিষ্ঠানিক কোন জোরালো দাবি ছিল না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.