রামেকে আরও ২২ জনের মৃ’ত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনাভাইরাস ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনা সংক্রমণে ছয়জন ও উপসর্গে ১৬ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও আট জন নারী।
মৃতদের মধ্যে রাজশাহীর ১১ জন, নাটোরের দুইজন, নওগাঁর একজন, পাবনার চারজন ও চাঁপাইনবাবগঞ্জের চারজন।’

রামেক পরিচালক বলেন, ‘করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের একজন, পাবনার একজন ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার তিনজন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.