দেশব্যাপী ১৪ দিনের কঠোর বিধিনিষেধের প্রথমদিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত যানবাহন পারাপার হচ্ছে।
তবে শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের উপস্থিতি থাকলেও নেই চাপ।
শুক্রবার সকাল থেকে শত শত যাত্রী ও যানবাহনকে পারাপার হতে দেখা যায় এ নৌরুটের ফেরিগুলোতে।
দুপুরের দিকে শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা শূন্যের কাছাকাছি চলে আসলেও যাত্রীদের আসা-যাওয়া অব্যাহত রয়েছে।