প্রেমে ব্যর্থ হয়ে ২০ বছর ধরে শিকলবন্দী মেধাবী ছাত্র!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের নজরুল ইসলাম।
২০ বছর ধরে শিকলে বন্দী তার জীবন।
২০ বছর আগেও স্বাভাবিক ছিল সে। বর্তমানে নজরুলের বয়স ৪০ বছর।
অসচ্ছল ও দরিদ্র পরিবারে জন্ম নেয়া ছেলেটি পড়াশোনায় ছিলেন অদম্য মেধাবী।
শুধু তাই নয়, ছিলেন কুরআনের হাফেজও। স্পষ্ট ভাষায় তার সুমধুর কন্ঠের আযান আর কুরআন তেলোয়াতে মুগ্ধ হতো এলাকাবাসী।

স্বাভাবিক থাকা অবস্থায় নজরুল ভালোবেসে ছিলেন প্রতিবেশী এক মেয়েকে।
তবে দুই পরিবারের মতের অমিল থাকায় সে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি।
কিছুদিন পরই অন্যত্র বিয়ে হয় মেয়েটির। ওই বিয়ের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে সে। ভুলে থাকার সহজ সমাধান খুঁজতে আসক্ত হয়ে পড়েন নেশায়। পারিপার্শ্বিক নানা মানসিক চাপের পাশাপাশি শারীরিক নির্যাতনও চলে তার উপর। পুরোপুরিভাবে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। তারপর থেকেই শিকলে বাঁধা পড়ে মেধাবী নজরুলের জীবন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.