উত্তরায় গভীর রাতে আইসিইউয়ে নার্সদের কোপাল করোনা রোগী

রাজধানী ঢাকার উত্তরার একটি হাসপাতালে আইসিইউতে থাকা করোনা রোগীর ছুরিকাঘাতে ২ জন নার্স এবং ১ জন ওয়ার্ডবয় আহত হয়েছেন। আহতদের রাতেই একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে মিতু রেখার (২৪) অবস্থা সঙ্কটাপন্ন।
বাকি দু’জন হলেন ইমোনা আফরোজ ওরফে কাকলি (৪৫) এবং ওয়ার্ড বয় মো. সাগর (২৫)।

শুক্রবার বিকেলে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী সংবাদমাধ্যমে জানান, উত্তরার শিন-শিন জাপান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা রোগী মো. সবুজ (২৪) গতকাল রাত দেড়টার দিকে হঠাৎ করেই ছুরি নিয়ে কর্তব্যরত নার্স মিতু রেখা ও ইমোনা আফরোজাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
এ সময় কর্তব্যরত ওয়ার্ড বয় সাগর তাদের বাঁচাতে গেলে সাগরকেও ছুরিকাঘাত করা হয়। আহত তিনজনই শিন-শিন হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে করোনা রোগী সবুজের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।
তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। হামলার কারণ জানা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.