সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিন সকালে ১৬টি ফেরি চললেও বিকেল থেকে ফেরির সংখ্যা কমিয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন।
শুধু জরুরি পরিবহন পারাপরে সাতটি ফেরি চলাচল করছে।
এসব ফেরিতে রাতেও পার হচ্ছেন ঢাকামুখী যাত্রীরা।
যাত্রীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন যারা ঢাকা যেতে পারেননি তাদের বেশির ভাগ যাত্রীই শুক্রবার সকাল থেকে ঢাকার উদ্দেশে বাংলাবাজার ঘাটে আসেন।
ঘাটে যাত্রী ভাড়া ২৫ টাকা দিয়ে সহজেই ফেরিতে উঠে যান।
তবে থ্রি হুইলার ছাড়া কোনো গণপরিবহন না চলার কারণে ঘাটে আসতে বিপাকে পড়তে হয়েছে তাদের।