সরকারি ৫ হাজার হজযাত্রীর কোটা বেসরকারি খাতে দেওয়া হবে

indexধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, সরকারি ব্যবস্থাপনার যে পাঁচ হাজার হজযাত্রীর কোটা খালি আছে তা সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হবে। এ ছাড়া অতিরিক্ত ১০ হাজার কোটার জন্য যে আবেদন করা হয়েছে তাও পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ইফতার মাহফিলে গতকাল প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
হাবের সভাপতি মো. ইব্রাহীম বাহারের সভাপতিত্বে ও সহসভাপতি ফরিদ আহমেদ মজুমদারের পরিচালনায় অফিসার্স ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুজ্জামান, হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ ও হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল।
ধর্মমন্ত্রী বলেন, ‘হজ ব্যবস্থাপনার ব্যাপারে আমি সম্পূর্ণ সজাগ রয়েছি। হজযাত্রীদের শতকরা ৯৮ ভাগই যে এজেন্সিগুলো সংগ্রহ করে সেটাও আমার মাথায় রয়েছে।’ তিনি বলেন, ‘হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু করার জন্য হজ এজেন্সিগুলোর পরামর্শ নিয়ে কাজ করব। প্রত্যেক এজেন্সিকে দুটি করে বারকোড দেওয়া এবং এজেন্সিগুলোর বাকি পাওনা পরিশোধের আশ্বাস দেন তিনি।
ইফতারের আগে একই স্থানে হাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.