জাপান সরকার কর্তৃক ইস্যুকৃত টিকা পাসপোর্টধারীদের জন্য ইতালি ও তুরস্কসহ পাঁচটি দেশে কভিড নীতিমালা শিথিল করা হচ্ছে। এর ফলে এসব দেশে টিকা পাসপোর্টধারী জাপানি নাগরিকদের কোয়ারেন্টিন-সংক্রান্ত নীতিমালা প্রযোজ্য হবে না।
কিয়োদো নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ইস্যুকৃত টিকা পাসপোর্টধারীদের জন্য নীতিমালা শিথিলকারী অন্য দেশগুলো হলো অস্ট্রিয়া, বুলগেরিয়া ও পোল্যান্ড। এছাড়া বেশ কয়েকটি দেশের সঙ্গে কভিড নীতিমালা শিথিল করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে জাপান সরকার। তবে এ পাসপোর্ট শুধু একপক্ষীয় সুবিধার জন্য বিবেচিত হবে। একই সময়ের মধ্যে উল্লিখিত দেশগুলো থেকে কোনো নাগরিক জাপানে আগমন করলে তিনি নীতিমালা শিথিলের আওতায় পড়বেন না।
সোমবার থেকেই জাপানের মিউনিসিপ্যালিটিগুলোতে টিকা পাসপোর্টের জন্য আবেদন জমা পড়তে শুরু করেছে। বিশেষ এই পাসপোর্টধারীরা কভিড নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে বিভিন্ন দেশে কোয়ারেন্টিন এড়িয়ে বা স্বল্পমেয়াদি কোয়ারেন্টিন পালন করেই তাদের ভ্রমণ ও ব্যবসাসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারবেন।