করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কমাতে সরকারের ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেও রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা কারখানা খোলা রাখার অনুরোধ জানালেও সরকার মেনে নেয়নি।
করোনাভাইরাস সংক্রমণ কমাতে এবার সরকার কঠোর অবস্থান নিয়েছে।
এতে আগামী ৫ আগস্ট পর্যন্ত কারখানা বন্ধই থাকছে।
করোনাভাইরাসের কারণে দুই সপ্তাহ কারখানা বন্ধ রাখায় বিদেশি ক্রেতারা হাত ছাড়া হয়ে যাবে।
একইসঙ্গে তৈরি পোশাকের অর্ডার বাতিল ও স্থগিত হয়েছে।
আগামীতে আরও অর্ডার বাতিল ও স্থগিত হয়ে যাবে।
এতে নানাভাবে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করছেন পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা।