অভিনেত্রী শিল্পা শেঠি দাবি করেছেন, পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হওয়া তার স্বামী রাজ কুন্দ্রা নির্দোষ।
এই মামলায় শিল্পার জবানবন্দি নিয়েছে মুম্বাই পুলিশ।
পুলিশের সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শিল্পা তার বয়ানে জানিয়েছেন, অ্যাপে যে ভিডিও ছিল তা ইরোটিকা, কিন্তু পর্নো নয়।
এছাড়া তার স্বামী রাজ কুন্দ্রা নির্দোষ।
এই অভিনেত্রীর দাবি, রাজ কুন্দ্রার বোন জামাই এর সঙ্গে সম্পৃক্ত, তার স্বামী না।
রাজের গ্রেপ্তারের পর তার কোম্পানি ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’র পরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শিল্পা।
এরপর থেকে এই অভিনেত্রীর ব্যাপারেও সন্দেহ পোষণ করে পুলিশ।
জানা গেছে, ভিয়ান ইন্ডাস্ট্রিজের মাধ্যমে পর্নো ভিডিও তৈরি ও প্রকাশের কাজ করা হতো। শিল্পা এটি থেকে কোনো লভ্যাংশ পেতেন কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার (২৩ জুলাই) তার জবানবন্দি নিয়েছে পুলিশ।