জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, করোনা মোকাবিলায় অদক্ষ, দুর্নীতিগ্রস্ত, পরিকল্পনাহীন ও অদূরদর্শী স্বাস্থ্য খাতেরই চিকিৎসা প্রয়োজন।
স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।
স্বাস্থ্য খাতের চিকিৎসা তথা কাঠামোগত সংস্কার ছাড়া করোনা নিয়ন্ত্রণসহ গণমুখী স্বাস্থ্যব্যবস্থার সফল বাস্তবায়ন সম্ভব নয়।
শনিবার কর্নেল তাহের দিবস উপলক্ষে জেএসডি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।
ঘুণে ধরা ঔপনিবেশিক শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে জনগণের অংশগ্রহণভিত্তিক শাসনব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে কর্নেল তাহেরের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।