শ্যালিকা শমিতাকেও প’র্নোতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন শিল্পার স্বামী রাজ!

পর্ন ছবি তৈরি ও মোবাইল অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ সোমবার রাতে গ্রেফতার হয়েছেন রাজ কুন্দ্রা।
আর তারপর থেকেই তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন একাধিক মডেল অভিনেত্রীরা।
রাজ কুন্দ্রা নাকি অনেককেই নগ্ন হয়ে অডিশন দেওয়ার কথা বলেছিলেন।
এমনকি নিজের শ্যালিকা শমিতাকেও নাকি কাস্ট করার পরিকল্পনা ছিল রাজের।
সম্প্রতি রাজ কুন্দ্রার বিরুদ্ধে এমনি বিস্ফোরক অভিযোগ এনেছেন এক সময় পর্নকাণ্ডে জেল খাটা অভিনেত্রী গেহানা বশিষ্ঠ।

গেহানা বশিষ্ঠ দাবি করেন, রাজ নাকি নাজের শ্যালিকা অর্থাৎ শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টিকেও নিজের ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.