ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারের আইসিউতে ৫২ শতাংশ রোগীর মৃত্যু

ঢাকার মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে এক বছর আগে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা চালু হয়েছিল।
এখন ১৫০ শয্যার এই হাসপাতালে আর মাত্র ১০টি শয্যা ফাঁকা রয়েছে।
প্রতিদিন যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, শিগগিরই বাকি শয্যাগুলোও পূরণ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে এই হাসপাতালের ১৬ শয্যার আইসিইউতে গড়ে ৫২ শতাংশ করোনা রোগীর মৃত্যু হয়েছে।
চলতি মাসে এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ শতাংশ রোগী মারা গেছেন।
গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার (২৫ জুলাই) সকাল পর্যন্ত মারা গেছেন তিন জন।
সামনের দিনগুলোতে এই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.