বাংলাদেশের গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমি ডেমোক্রেসি মন্ত্রী নই, আই অ্যাম ডেভলপমেন্ট মিনিস্টার। দেশের সব ধরনের উন্নয়ন নিয়েই আমার কাজ।’
মঙ্গলবার (২১ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আ হ ম মুস্তাফা কামাল বলেন, ‘আমি দেখেছি মালয়েশিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের তুলনায় আমার দেশে গণতন্ত্র কোনো অংশে কম নেই। গণতন্ত্রের পাশাপাশি দেশের অগ্রগতিও অব্যাহত আছে।’
‘আগামী অর্থ বছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবেই। কোনো কম হবে না। প্রবৃদ্ধি নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমেরিকার সঙ্গে তুলনা করলে হবে না। বেসরকারি বিনিয়োগ গত ৬ মাসে বেড়েছে। বেড়েছে অর্থনীতির সব সূচকও।
মন্ত্রী বলেন, সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা করলেই দেখা যায়, আমরা সব দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ছেলে-মেয়েরা আগের চেয়ে বেশি স্কুলে যাচ্ছে, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করছি, গ্রামে গ্রামে আইটি পৌঁছে যাচ্ছে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের বাজেটের টার্গেট হচ্ছে আগামী অর্থ বছরের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ। এর চেয়ে কোনো ভাবেই কম হবে না। গত বছরের চেয়ে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ আরও বেশি হবে।
‘অর্থনীতির সার্বিক আকার বেড়েছে। বাজেট, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে,’ বলেন তিনি।