নাসার ‘ইউরোপা ক্লিপার’ মহাকাশযান স্পেসএক্স-এর ‘ফ্যালকন হেভি’ রকেটে চড়ে বৃহস্পতির চাঁদ ‘ইউরোপা’তে যাবে। মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করছে, বরফ আচ্ছাদিত ‘ইউরোপা’ জীবনধারণের উপযোগী হতে পারে।
যদিও এর আসল উত্তর মিলতে পারে নাসার ‘ইউরোপা ক্লিপার’ মিশন থেকে। নাসা বৃহস্পতিবার চাঁদে স্পেস প্রোব পাঠানোর কথা ভাবছিল অনেকদিন ধরেই। সেই পরিকল্পনা চূড়ান্ত হয়েছে ২০১৯ সালে এসে। সম্প্রতি মিশনের দিনক্ষণ জানিয়েছে নাসা। ২০২৪ সালের অক্টোবরে কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স-এর ‘ফ্যালকন হেভি’তে চড়ে যাত্রা শুরু হবে ‘ইউরোপা ক্লিপার’-এর।
এ প্রকল্পে স্পেসএক্স-এর রকেট ব্যবহারের ফলে নাসার খরচ হবে ১৭.৮ কোটি ডলার। নাসার নিজস্ব ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (এসএলএস) রকেটের খরচের সঙ্গে তুলনা করলে ‘ফ্যালকন হেভি’র পেছনে খরচ অনেক কম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটির।