যত দিন যাচ্ছে, ততই ঘোলা হচ্ছে রাজ কুন্দ্রা ও অভিনেত্রী শিল্পা শেঠির খবর।
এবার শ্যালিকাকে নিয়ে পার্টি করার খবর দিয়েই বিপাকে পড়েছেন রাজ কুন্দ্রা।
এভাবেই একের পর এক বের হয়ে আসছে নতুন তথ্য।
গ্রেপ্তারের সাত দিন পার হয়ে গেলেও এখনো পুলিশি হেফাজতেই আছেন রাজ। ফের বাড়ানো হতে পারে পুলিশি হেফাজতে থাকার মেয়াদ।
রাজ কুন্দ্রা পর্নকাণ্ডে জড়ানোর পর বারবার উঠে এসেছে শ্যালিকা শমিতা শেঠির নাম।
গহেনা বশিষ্ঠ দাবি করেছিলেন, শমিতাকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা ছিল রাজের।
তার পরেই রাজের ‘দ্য কপিল শর্মা’ শোয়ে গিয়ে মজার ছলে করা একটি মন্তব্য ঘিরেও তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যেখানে রাজ জানিয়েছিলেন, তিনি শিল্পার থেকে বেশি শমিতার সঙ্গে পার্টি করেন।
কপিল শর্মার প্রশ্নের উত্তরে মজার ছলে রাজ জানিয়েছিলেন, ‘শিল্পা ৭টায় খাবার খেয়ে রাত ৯টার মধ্যে বই পড়ে ঘুমিয়ে পড়ে।
আর তারপর আমি পার্টি করতে হলে সোজা ফোন দিই শমিতাকে।
আমরা দুজনেই পার্টি করতে ভালোবাসি।
এ কারণেই তো ওকে বিয়ের জন্য আমি এখনো জোর করছি না।’
এ কথা শুনে শিল্পা আর শমিতা দুজনই হেসে ওঠেন।