তিউনিসিয়ায় মাদারীপুরের আরও তিন তরুণের মৃত্যু

 

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় তিউনিসিয়ার ভূমধ্যসাগরে হিটস্ট্রোকে মাদারীপুরের রাজৈরের আরও তিন তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে ওই ঘটনায় ট্রলারে থাকা অবস্থায়ই ঘোষালকান্দি গ্রামের হৃদয় কাজী মারা যায়।

বুধবার সকালে এই তথ্য জানা যায়।
এ নিয়ে একই উপজেলায় মারা গেলো ৪ জন।

এলাকাবাসী জানায়, প্রায় ৩ মাস আগে মাদারীপুরের রাজৈর উপজেলার উল্লাবাড়ি গ্রামের সাধন মল্লিক দালালদের প্রলোভনে লিবিয়া যায়।
সেখান থেকে গত ১৯ জুলাই লিবিয়া থেকে সাধনের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলারে ইতালির উদ্দেশে রওনা দেয় অর্ধশত তরুণ ও যুবক। মাঝপথে নষ্ট হয় ট্রলারটি।
এতে প্রচণ্ড রোদে হিটস্ট্রোকে আহত হয়ে লিবিয়ার স্থানীয় হাসপাতালে ভর্তি হয় কয়েকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাধন ও রাজৈর উপজেলার শংকরদী গ্রামের সাগর সিকদার, হোসেনপুর গ্রামের জিন্নাত শেখ।

স্বজনর জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের মানবপাচার চক্রের সদস্য আক্কাস ফকিরের ছেলে ইলিয়াছ ফকির ও টুটুল ফকির ইতালি যাবার স্বপ্ন দেখিয়ে প্রত্যেক পরিবারের কাছ থেকে আদায় করে নেন সাড়ে ৭ লাখ টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.