সরকারের কঠোর লকডাউন উপেক্ষা করে ঈদের ছুটি শেষে বুধবারও সকাল থেকেই কর্মজীবী মানুষরা কর্মস্থল ঢাকায় ফিরছেন। চাকরি রক্ষার জন্য মহামারির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কর্মজীবী হাজার হাজার মানুষ ঢাকায় যেতে বাধ্য হচ্ছেন।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ কর্মস্থল ঢাকায় ফিরে যাচ্ছেন।
প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত ৯-১০টা পর্যন্ত ফেরিতে নদী পাড়ি দিবার জন্য দৌলতদিয়া ঘাটে আসছেন।
কঠোর লকডাউন চললেও কর্মজীবী মানুষের ফেরি পারাপার বন্ধ নেই।
ঢাকাগামী যাত্রীরা চাকরি রক্ষাসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন কৌশলে ঢাকায় যাচ্ছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, ঈদ শেষে গত বৃহস্পতিবার থেকে বুধবার (২৮ জুলাই) পর্যন্ত গত ৭ দিন ধরে ফেরিতে পদ্মা-যমুনা নদী পাড়ি দিতে দৌলতদিয়া ঘাটে আসছেন।
এদের মধ্যে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করেই কর্মস্থলে ফেরা যাত্রীরা স্বাভাবিক সময়ের মতো কর্মস্থলে ফিরে যাচ্ছেন।